অগাস্ট ৭: আজ (রোববার) চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইটের জন্য করোনা মহামারীসংশ্লিষ্ট নতুন নিয়ম জারি করেছে।
নতুন নিয়ম অনুসারে, কোনো নির্দিষ্ট এয়ারলাইনের বিমানে ৫ জন পর্যন্ত করোনা রোগী চিহ্নিত হলে, সেই এয়ারলাইনের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না। তবে, যদি কোনো নির্দিষ্ট রুটে ফ্লাইটের মোট যাত্রীর ৪ শতাংশের শরীরে ভাইরাস চিহ্নিত হয়, তবে ওই রুটে ওই এয়ারলাইনের বিমান চলাচল এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে। আর যদি, রোগীর সংখ্যা ৮ শতাংশ বা তারচেয়ে বেশি হয়, তবে নির্দিষ্ট রুটে সংশ্লিষ্ট এয়ারলাইনের ফ্লাইট চলাচল দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)