চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বাংলাদেশ সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ:বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন
2022-08-07 21:32:13

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বাংলাদেশ সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। বাংলাদেশ চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে আজ রোববার রাজধানীতে ঢাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে চীনের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বলে জানান তিনি।

বাংলাদশে ওয়ান চায়না পলিসিতে বিশ্বাস করে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেন, এক চীন নীতি’ নি‌য়ে বাংলা‌দে‌শের অবস্থানে কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ড. মোমেন বলেন, '২০৪১ সালে সোনার বাংলা প্রতিষ্ঠায় সহযোগী হিসেবে বাংলাদেশকে সাহায্য করবে চীন। দেশের উন্নয়নের জন্য স্থিতিশীলতার অত্যন্ত প্রয়োজনীয়, এ বিষয়ে তিনি (চীনা পররাষ্ট্রামন্ত্রী) আমাদের সাথে একমত।'

ড. মোমেন বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দারিদ্র্য দূর করার বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দারিদ্র্য দূর করতে চীনের সহায়তা চেয়েছি। চীনা পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দারিদ্র্যের বিরুদ্ধে তারাও লড়াই করছেন। আমরা একযোগে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে কাজ করবো।'

নতুন করে আরও ১ শতাংশ বাংলাদেশি পণ্য ও সেবার শুল্কমুক্ত সুবিধা দেবে চীন; সব মিলিয়ে বাংলাদেশের ৯৯ শতাংশ পণ্য ও সেবা বিনাশুল্কে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশে প্রবেশাধিকার পাবে।

রোববার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে নতুন এই সুবিধা দেওয়র কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এর ফলে গার্মেন্ট পণ্য, ওষুধ, আইটিসহ বেশকিছু পণ্য রপ্তানি করে আমদানি-রপ্তানি  পার্থক্য কমিয়ে আনা সম্ভব হবে মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশি শিক্ষার্থীদের আবার ভিসা দেওয়া শুরু করার কথা জানিয়েছে চীন। বৈঠকে চীনের তরফ থেকে শিক্ষার্থীদের জন্য আবার ভিসা চালুর বিষয়টি জানানো হয়। বাংলাদেশে আটকে পড়া শিক্ষার্থীদের আগামিকাল সোমবার থেকে চীনের ভিসা প্রদান কার্যক্রম শুরু হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সফরের ফলে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও জোরদার হবে বলে মন্তব্য করেন ড. আব্দুল মোমেন। আপস.. রোহিঙ্গা সংকট সমাধানেও চীনের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। চীন এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠক করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে দুই দেশের নধ্যে ৪টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষরিত হয়। এ দিন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

শনিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ঢাকায় পৌছান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ১৭ ঘন্টার সফর শেষে আজ রোববার দুপুরে ঢাকা ছাড়েন তিনি।

তানজিদ বসুনিয়া, চীন আন্তর্জাতিক বেতার।