রোববারের আলাপন-জীবন যেন খেলার মাঠ...
2022-08-07 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।


বন্ধুরা, আগে আমরা অনেক খেলোয়াড়ের গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমরা বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের চীনা খেলোয়াড়দের গল্প শেয়ার করব, কেমন?


‘আরও বেশি প্রতিযোগিতা সামনে রয়েছে, একটি স্বর্ণপদক অর্জন করার পর, আমি আমার বাবাকে বলেছি, আমি অনেক ভাল আছি, কোনো দুশ্চিন্তা করবেন না। আমি পরবর্তী প্রতিযোগিতার প্রস্তুতি নেব’, বলছিলেন চীনা স্বর্ণপদক বিজয়ী লিউ মেং থাও। 

বহু বছর ধরে তিনি বাড়ীর বাইরে থেকে প্রশিক্ষণ নিয়েছেন। প্রতিবছর শুধু বসন্ত উৎসবে মা-বাবার কাছে ফিরে আসেন। এ বছর মহামারী প্রতিরোধের কারণে তিনি তাও পারেন নি। শুধু টেলিফোনের মাধ্যমে পরিবারকে শুভ কামনা ও শুভেচ্ছা জানিয়েছেন। 

অনেক খেলোয়াড় প্রতিযোগিতা বা প্রশিক্ষণের সময় আহত হন। তবে তারা হাল ছেড়ে দেননি। ২০১৬ সালের গ্রীষ্মকালে কুও ইউ চেই প্রশিক্ষণের সময় পায়ে আঘাত পান। ভেবেছিলেন কিছুদিন বিশ্রাম নিলে ভাল হয়ে যাবে, কিন্তু তা হয়নি। তাকে অস্ত্রোপচার করানোর চিন্তা করতে হয়। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন প্রতিযোগিতা শেষে অস্ত্রোপচার করাবেন। তিনি ব্যথা সহ্য করে ৩ বছর ধরে প্রশিক্ষণ নিয়েছেন। অবশেষে ২০১৯ সালে প্রতিযোগিতা শেষ হওয়ার পর তিনি অস্ত্রোপচার করান। 

দেশের জন্য গৌরব অর্জন করার জন্য খেলোয়াড়গণ প্রয়াস চালাতে থাকেন। এ সম্পর্কে লিউ মেং থাও বলেন, ‘প্রতিযোগিতায় আমি সবসময় আমার গতি উন্নত করতে থাকি; অবশেষে আমি আমার শরীরের সর্বোচ্চ সীমায় পৌঁছেছি। তখন আমার মনে হয়েছে, দেশের জন্য গৌরব অর্জন করার জন্য আমাকে আমার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে’।

তিনি জানান, অনেক শ্রোতারা তাদের উত্সাহিত করেন। তা তাঁকে অনেক অনুপ্রাণিত করেছে। 

কুও ইউ চেই বলেন, পরিবারের সদস্যরা সবসময় তাঁকে বলেন, আরাম করে। তবে, এবারের বেইজিং শীতকালীন প্যারালিম্পিক গেমসের উপর অনেকে নজর রেখেছেন। প্রতিযোগিতার আগে তিনি ভাবতেন শুধু পরিবারের সদস্যরা প্রতিযোগিতা দেখেন- আসলে তা নয়, বরং দেশের অনেকে প্রতিযোগিতা দেখেন। তা বুঝার পর তিনি অনেক চাপের মুখে পড়েন। তাঁর চুলও আগের চেয়ে বেশি পড়েছে। কিন্তু, যখনই মাঠে আসেন, তখন মাথায় শুধু প্রতিযোগিতা থাকে। দেশের জন্য গৌরব অর্জন করতেই হবে- এ চিন্তায় বিভোর থাকেন। 

আমি ভাবছি, এসব খেলোয়াড়গণ একটার পর একটা সমস্যা মোকাবিলা করে সুযোগের দেখা পান। আসলে আমাদের জীবনও একইভাবে চলে। আমাদের শুধুমাত্র একটি প্রতিপক্ষ আছে; আর তা হচ্ছে আমরা নিজেরা। আপনি কী বলেন?

এনাম:....

আকাশ: এজন্য আমি শরীরচর্চা বা খেলাধুলা অনেক পছন্দ করি। যখন ঘাম ঝড়ে এবং শরীরের সীমা উপলব্ধি করা যায়, তখন পরিকল্পনা অনুসারে নিজেকে ছাড়িয়ে যাওয়ার অনুভূতি আমি অনেক পছন্দ করি। আপনি কী বলেন?