'একা'
2022-08-07 19:18:04

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে কন্ঠশিল্পী গেং সি হান’র গান শোনাবো। তিনি ১৯৯৩ সালের ২৬ই ফেব্রুয়ারি চিয়াংসু প্রদেশের স্যুচৌ শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন রক সংগীতশিল্পী। তিনি নানচিং ইউনিভর্সিটি অব আর্টস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘যতক্ষণ না ফুল ফোটে’ শীর্ষক গান। গানটি ২০২০ সালে রিলিজ হয়। গেং সি হান গানটির সুর রচনা করেন এবং কথা লিখেন। কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার সময় গানটি রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ১)

বন্ধুরা, শুনছিলেন গেং সি হান’র কন্ঠে ‘যতক্ষণ না ফুল ফোটে’ শীর্ষক গান। ২০১৪ সালে তিনি চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৫ সালের ২৬ জানুয়ারি তিনি প্রথম ‘এশিয়ান ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ওরেআনটাল সেরেমোনি’-র বার্ষিক সবচেয়ে সম্ভাবনাময় নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরের এপ্রিল মাসে তিনি ‘ফেংশাং অ্যাওয়ার্ডজ’ লাভ করেন। ২০১৬ সালের জুলাই মাসে তিনি স্যুচৌ শহরের সংগীত উত্সবে অংশ নেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘বিশ বছর বয়সী দেবতা’ শীর্ষক গান। গেং সি হান ও ছেন সিয়াও নামের একজন সংগীতজ্ঞ একসঙ্গে গানটির সুর রচনা করেন এবং কথা লিখেন। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ২)

বন্ধুরা, আপনারা শুনছিলেন গেং সি হান’র কন্ঠে ‘বিশ বছর বয়সী দেবতা’ শীর্ষক গান। ২০১৭ সালের নভেম্বরে তিনি শাংহাই’র ড্রাগন টিভি কেন্দ্রের একটি সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। ২০১৯ সালের জানুয়ারিতে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের আয়োজিত এক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০২০ সালের মার্চ মাসে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের আরেকটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একা’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৮ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৩)

বন্ধুরা, আপনারা শুনছিলেন গেং সি হান’র কন্ঠে ‘একা’ শীর্ষক গান। ২০২১ সালে গেং সি হান স্যুচৌ শহরের তৃতীয় মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় প্রথম স্থান লাভ করেন। ১৬ বছর বয়সে তিনি বিদ্যালয় ত্যাগ করে বিশেষ পপসংগীত বিদ্যালয়ে ভর্তি হন। তিনি দিনে সংগীত শুনতেন, রাতে পাবে গান গাইতেন। এখন শোনাবো তাঁর কন্ঠে ‘নীল’ শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গানটি হলো গেং সি হান’র ‘পাথফাইন্ডার’ নামের ব্যান্ডের একটি গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

(গান ৫)

বন্ধুরা, শুনছিলেন গেং সি হান’র কন্ঠে ‘নীল’ শীর্ষক গান। গেং সি হান নানচিং ইউনিভর্সিটি অব আর্টসে ভর্তি হন। ২০২১ সালের ১৫ অক্টোবর তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এতে ১০টি গান অন্তর্ভুক্ত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সবকিছু হারানোর আগে’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। এ গানটিও ‘পাথফাইন্ডারের’ একটি গান। ব্যান্ডটি গানটির সুর রচনা করে এবং কথা লেখে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

(গান ৬)

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম)