চলতি বছরের প্রথম সাত মাসে চীনের বৈদেশিক বাণিজ্য বেড়েছে ১০.৪ শতাংশ
2022-08-07 19:34:06

আগস্ট ৭: চলতি বছরের প্রথম সাত মাসে চীনের পণ্যবাণিজ্যে আমদানি ও রফতানির মোট মূল্য ছিল ২৩.৫ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের চেয়ে ১০.৪ শতাংশ বেশি। আজ (রোববার) চীনের শুল্ক সাধারণ প্রশাসন এ তথ্য জানায়।

প্রকাশিত তথ্যানুসারে, বছরের প্রথম সাত মাসে চীনের রফতানি ১৪.৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৩.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে এবং আমদানি ৫.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০.২৩ ট্রিলিয়ন ইউয়ানে। এক্ষেত্রে বাণিজ্যে উদ্বৃত্ত ৬২.১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩.১৪ ট্রিলিয়ন ইউয়ানে।

শুল্ক সাধারণ প্রশাসনের পরিসংখ্যান ও বিশ্লেষণ বিভাগের পরিচালক লি কুইওয়েন জানান, জুলাই মাসে আমদানি ও রফতানি ১৬.৬ শতাংশ বৃদ্ধি পায় এবং মে মাস থেকে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধিতে ক্রমাগত পুনরুদ্ধারের প্রবণতা অব্যাহত থাকে।

(ইয়াং/আলিম/ছাই)