চীনের পারমাণবিক অস্ত্র নিয়ে মার্কিন অভিযোগ বেইজিংয়ের অস্বীকার
2022-08-07 19:31:57

আগস্ট ৭: চীন তার পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে চাচ্ছে না মর্মে সম্প্রতি মার্কিন প্রতিনিধি যে-বক্তব্য দিয়েছেন, তা মিথ্যা। সম্প্রতি চীনা প্রতিনিধি তিং থুং পিং এ কথা বলেন।

তিনি বলেন, বাইডেন প্রশাসনই বরং নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে এবং পারমাণবিক অস্ত্র প্রথম ব্যবহার করার নীতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশার বিরুদ্ধে যায়। এ ছাড়া, যুক্তরাষ্ট্র তার পারমাণবিক শক্তি উন্নততর করতে ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে।

চীনা প্রতিনিধি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপ ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থলভিত্তিক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার চেষ্টা করছে। দেশটি এখনও পর্যন্ত দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্য-এশিয়া, ও আফ্রিকার পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল চুক্তির প্রোটোকল অনুমোদন করেনি এবং উপরে উল্লিখিত পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চলের দেশগুলিকে আইনগতভাবে বাধ্যতামূলক নিরাপত্তার আশ্বাস প্রদানে গরিমসি করছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে।

তিং থুং পিং বলেন, চীন জাতীয় নিরাপত্তার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু পারমাণবিক অস্ত্র রাখার নীতি মেনে চলছে এবং কখনও পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় অংশ নেয়নি এবং ভবিষ্যতেও অংশ নেবে না। চীনের পারমাণবিক অস্ত্রের লক্ষ্য অন্যান্য দেশকে চীনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার বা ব্যবহার করার হুমকি দেওয়া থেকে বিরত রাখা।

উল্লেখ্য, নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে পারমাণবিক অস্ত্রের অপ্রসারণ সংক্রান্ত চুক্তির দশম পর্যালোচনা সম্মেলনে, গত ৪ঠা অগাস্ট, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি চীনের পারমাণবিক অস্ত্র নিয়ে মিথ্যা দাবি করেন। (ইয়াং/আলিম/ছাই)