ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ: জাতিসংঘ ও মিসরের মধ্যস্থতার চেষ্টা
2022-08-06 18:22:08

অগাষ্ট ৬: জাতিসংঘ ও মিসর গতকাল (শুক্রবার) ফিলিস্তিন-ইসরাইল সংঘর্ষ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালায়।

জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত শুক্রবার এক বিবৃতিতে বলেন, পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে, জাতিসংঘ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছে।

এদিকে, মিসরও গাজায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দু’দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল (শুক্রবার) ইসরাইল গাজায় বিমান-হামলা চালায়। এতে ১০ জন ফিলিস্তিনী নিহত এবং কয়েক ডজন আহত হয়। প্রতিশোধ হিসেবে গাজা থেকে ইসরাইলের মধ্য ও দক্ষিণ অঞ্চলে রকেট হামলা চালানো হয়। (ছাই/আলিম/ওয়াং হাইমান)