দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনা অবস্থান ব্যাখ্যা করলেন ওয়াং ই
2022-08-06 18:27:34

অগাষ্ট ৬: চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নমপেনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক সম্মেলনে দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনা অবস্থান ব্যাখ্যা করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের তথাকথিত উদ্বেগ খণ্ডন করেন।

ওয়াং ই বলেন, দক্ষিণ চীন সাগর ইস্যুতে চীনের অবস্থানের ঐতিহাসিক ও আইনগত কারণ আছে। চীনা অবস্থান কখনও পরিবর্তন হয়নি। চীন ও আসিয়ানভুক্ত দেশগুলো ‘দক্ষিণ চীন সাগরের বিভিন্ন পক্ষের আচরণের ঘোষণা’-য় বরাবরই অবিচল থেকেছে। দু’পক্ষ দ্বিপক্ষীয় সংলাপ ও আলোচনার মাধ্যমে  যথাযথভাবে মতভেদ সমাধান করে থাকে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে বর্তমানে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো কয়েকটি বড় দেশের হস্তক্ষেপ। যুক্তরাষ্ট্র চীনের অবস্থা ও প্রস্তাব অস্বীকার করে। দেশটি নিজের রাজনৈতিক চাহিদা অনুযায়ী ইচ্ছামতো নীতি পরিবর্তন করে থাকে। যুক্তরাষ্ট্রের উচিত আঞ্চলিক দেশগুলোকে সম্মান করে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা।

ওয়াং ই আরও বলেন, চীন আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে ‘দক্ষিণ চীন সাগরের আচরণবিধি’ নিয়ে আলোচনা জোরদার করছে। (ছাই/আলিম/ওয়াং হাইমান)