২২শে শ্রাবণ আজ, ৮১তম প্রয়াণদিবসে বিশ্বকবিকে নানা আয়োজনে স্মরণ
2022-08-06 18:59:15

ঢাকা, আগস্ট ৬: আজ ২২শে শ্রাবণ। বাঙালির মহত্তম মনীষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের এ দিনে অনন্তলোকে পাড়ি জমান কবি।

কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, শিশুসাহিত্যসহ বাংলা সাহিত্যের প্রতিটি শাখা সমৃদ্ধ হয়েছে তাঁর শিখরস্পর্শী প্রতিভার স্পর্শে। ১৯১৩ সালে প্রথম অ-ইউরোপীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভের মধ্য দিয়ে সে সময়কার একটি প্রাদেশিক ভাষা বাংলাকে তিনি বিশ্বে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন।

শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে তিনি তার শিক্ষাদর্শনের বাস্তব রূপ দিয়ে গেছেন। বাংলাদেশের শিলাইদহ, পতিসর ও শাহজাদপুরে তার কৃষি, সমবায় ও সমাজচিন্তার সফল প্রয়োগ করে গেছেন কর্মবীর এ কবি।

রবীন্দ্রপ্রয়াণ দিবস উপলক্ষে ছায়ানট, বাংলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান নানা আয়োজন কবিকে স্মরণ করছে। বাংলা একাডেমি অনলাইনে প্রবন্ধপাঠ, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

ছায়ানট আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় ছায়ানটের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান। বাংলাদেশ টেলিভিশন, বেতার এবং বেসরকারি টেলিভিশনগুলো এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা ও নাটক প্রচার করবে। সংবাদপত্রগুলোতে কবির প্রয়াণদিবসের খবরের পাশাপাশি রয়েছে নানা আয়োজন।

হাশিম/শান্তা