ঢাকায় গণপরিবহন সংকট, বিপাকে সাধারণ মানুষ
2022-08-06 19:01:29

ঢাকা, আগস্ট ৬: বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় চরম নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনে। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছে পরিবহন সঙ্কট। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। রাজধানীর বনানী, গুলশান, বাড্ডা, রামপুরা, বনশ্রীসহ বিভিন্ন এলাকা ঘুরে চীন আন্তর্জাতিক বেতারের প্রতিবেদক জানান যাত্রীদের অভিযোগের কথা।

শনিবার সকাল থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার সড়কগুলোতে গণপরিবহন কম থাকায় যাত্রীদের এই ভোগান্তিতে পড়তে হয়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যা কিছুটা বাড়লেও তাতে চড়তে রীতিমতো লড়াই করতে হয় তাদের। এছাড়া বেশ কিছু স্থানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে যাত্রীদের। 

তবে অভিযোগ অস্বীকার করে পূর্ব নির্ধারিত ভাড়াই নেয়া হচ্ছে বলে জানান পরিবহন  শ্রমিকরা। এসময় তেলের দাম না কমলে ভাড়া বাড়ানোর কথাও বলেন তারা। 

দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে শুধু বাস নয় প্রভাব পড়েছে উবার কিংবা পাঠাও চালিত পরিবহনগুলোতেও। 

এদিকে, পরিস্থিতি মোকাবিলায় বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী  নসরুল হামিদ বিপু। সকালে সংবাদ সম্মেলন করে এ কথা জানান তিনি।  আন্তর্জাতিক বাজারে কমলে দেশেও জ্বালানির মূল্য কমানো হবে বলে আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

ঐশী/শান্তা