শেখ কামাল ক্রীড়া পুরস্কার পেলেন ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠান
2022-08-05 19:18:10

ঢাকা, আগস্ট ৫: বাংলাদেশে এবার ৭ ক্যাটাগরিতে মোট ৯ ক্রীড়া ব্যক্তিত্ব ও ২ প্রতিষ্ঠানকে দেওয়া হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাসভবন থেকে ভার্চুয়ালি পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন।

বিজয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। পুরস্কার হিসেবে দেওয়া হয় ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ।

২০২২ সালের জন্য আজীবন সম্মাননা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন হারুনুর রশিদ। সংগঠক ক্যাটাগরিতে সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম, ক্রীড়াবিদ ক্যাটাগরিতে লিটন দাস, আবদুল্লাহ হেল বাকী ও মোল্লা সাবিরা, উদীয়মান ক্যাটাগরিতে দিয়া সিদ্দিকী ও শরীফুল ইসলাম এবং পৃষ্ঠপোষক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিকে সাংবাদিক ক্যাটাগরিতে কাশীনাথ বসাক ও সংস্থা ক্যাটাগরিতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন পুরস্কার জিতেছে।

বাংদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আশির দশকে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার চালু করা হয়। ১৯৯১ সালের পর থেকে সেই পুরস্কার প্রদান স্থগিত হয়ে যায়। গত বছর পুরস্কারটি আবার চালু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে।

সাজিদ/ রহমান