চীন-আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ওয়াং ই
2022-08-05 16:09:50


অগাস্ট ৫: গতকাল (বৃহস্পতিবার) চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কম্বোডিয়ার রাজধানী নমপেনে চীন-আসিয়ানভুক্ত দেশসমূহের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশগ্রহণ করেছেন। 

               

আসিয়ানের বড় অর্জনকে অভিনন্দন জানিয়ে ওয়াং ই বলেন, গত বছরের নভেম্বর মাসে প্রেসিডেন্ট সি চিন পিং আসিয়ানভুক্ত দেশসমূহের নেতৃবৃন্দের সাথে একযোগে ঘোষণা করেছেন যে, দুপক্ষ সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করবে। অর্ধেক বছরে দু’পক্ষের বিভিন্ন খাতের সহযোগিতা ফলপ্রসূ হয়েছে। আমাদের উচিত হাতে হাত রেখে একযোগে চ্যালেঞ্জ মোকাবিলা করে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা। 


তিনি জানান, আসিয়ানের সাথে একযোগে নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করে সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে আরও ঘনিষ্ঠ চীন-আসিয়ান অভিন্ন লক্ষ্যের কমিউনিটি প্রতিষ্ঠা করতে এবং  আঞ্চলিক শান্তি ও উন্নয়নে আরও বেশি অবদান রাখতে আগ্রহী চীন। 

এ সম্পর্কে ওয়াং ই চীনের প্রস্তাব উত্থাপন করেছেন। আর তা হলো: 

১.  অভিন্ন উন্নয়নের মডেল সৃষ্টি করা। দু’পক্ষের উন্নয়ন কৌশলের মধ্যে সংযোগ জোরদার এবং আরও উচ্চ মানের ‘জয়-জয়’ বাস্তবায়ন করা। 

২. আন্তঃসংযোগ মডেল প্রতিষ্ঠা করা। হাতে হাত রেখে উচ্চ গুণগত মানের ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের অভিন্ন নির্মাণ এগিয়ে নেয়া। 

৩. বৈশ্বিক প্রশাসনের সমন্বয় জোরদার করা। সত্যিকারের বহুপক্ষবাদ প্রমোট করা। 

৪. একযোগে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।  (আকাশ/এনাম/রুবি)