তাইওয়ানে পেলাসির সফরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নিন্দা
2022-08-05 16:42:06

অগাস্ট ৫: তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলাসির সফরের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গত বুধবার পার্টির দেওয়া এক বিবৃতিতে বলা হয়, মার্কিন যুদ্ধবিমানে করে ন্যান্সি পেলাসির সফর ‘চরম উস্কানিমূলক ও প্রতারণামূলক বেপরোয়া আচরণ’। রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর চলমান অশান্ত সময়ে পেলোসির তাইপেই সফর অশান্তি আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা করা হয়।

 

ইউক্রেন ইস্যুর উদাহরণ দিয়ে বিবৃতিতে বলা হয়, তাইওয়ান দিয়ে এশিয়া-প্রশান্ত অঞ্চলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। পেলোসির এই আচরণ প্রতারণামূলক এবং তা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃত ‘একচীন নীতির’ বিরোধী। তাইওয়ানে গণতন্ত্র প্রতিষ্ঠার অজুহাতে পেলোসির এই পদক্ষেপকে গণতন্ত্রবিরোধী, শান্তি, প্রগতি ও সমৃদ্ধ বিশ্ব গঠন-বিরোধী আচরণ বলে উল্লেখ করে ওয়ার্কার্স পার্টি।

বিবৃতিতে বলা হয়, ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ ‘একচীন নীতিতে’ দৃঢ়ভাবে অটল রয়েছে এবং তাইওয়ানকে কেন্দ্র করে মার্কিন পদক্ষেপ প্রত্যাখ্যান করে ওয়ার্কার্স পার্টি।

 

তৌহিদ