৫৫তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যৌথ বিবৃতি প্রকাশিত
2022-08-05 17:31:23

অগাস্ট ৫: আজ (শুক্রবার) সকালে ৫৫তম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে। বিবৃতিতে আসিয়ানভুক্ত দেশ অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় আসিয়ানের প্রতিশ্রুতি এবং আসিয়ানের কেন্দ্রীয় ঐক্যকে শক্তিশালী করার ওপর জোর গুরুত্ব দিয়েছে। একই সময় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা উন্নয়নের জন্য অন্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করবে এবং নতুন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করবে।

 

বিবৃতিতে সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা পুনরাবৃত্তি করা হয়েছে এবং ইউক্রেন সংকটকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি, প্রাসঙ্গিক পক্ষকে যত তাড়াতাড়ি সম্ভব ‘দক্ষিণ চীন সাগরের প্রাসঙ্গিক পক্ষের আচরণবিধি’-তে সম্মত হতে হবে এবং আসিয়ানের এক ইতিবাচক, শান্তিপূর্ণ ও গঠনমূলক পদ্ধতির মাধ্যমে রাজনৈতিক সংকট মোকাবিলার জন্য মিয়ানমারকে সহায়তা করতে হবে বলে জানানো হয়।

(জিনিয়া/তৌহিদ/লিলি)