বিভিন্ন দেশের প্রতি সত্যিকারের বহুপাক্ষিকতা অনুশীলন করার আহ্বান চীনের
2022-08-05 14:23:09

অগাস্ট ৫: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপ-প্রতিনিধি গেং শুয়াং জাতিসংঘ সাধারণ পরিষদের অনানুষ্ঠানিক অবহিত সম্মেলনে ভাষণ দেন।

 

ভাষণে তিনি জাতিসংঘের সদস্য দেশগুলোর সত্যিকারের বহুপাক্ষিকতা অনুশীলন এবং অভিন্ন নিরাপত্তা রক্ষা করে অভিন্ন উন্নয়ন বাস্তবায়ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

তিনি বলেন, অন্তহীন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে ঐক্য ও সহযোগিতাই একমাত্র বাছাই। সদস্য দেশসমূহের অভিন্ন ধারণা ও অভিন্ন লক্ষ্যবস্তু স্থাপন, জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার সুরক্ষা এবং আন্তর্জাতিক আইন-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

 

(প্রেমা/এনাম/রুবি)