তাইওয়ান নিয়ে জি-সেভেন-এর ঘোষণা ‘একটি অপ্রয়োজনীয় কাগজ’: ওয়াং ই
2022-08-05 16:09:05


অগাস্ট ৫:  গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কম্বোডিয়ার রাজধানী নমপেনে সিএমজিকে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে বলেছেন, তাইওয়ান বিষয়ে জি-সেভেন-এর ঘোষণা হচ্ছে ‘একটি  অপ্রয়োজনীয় কাগজ’।

 তিনি বলেন, তাইওয়ান প্রণালীর পরিস্থিতি নিয়ে জি-সেভেন একটি তথাকথিত ‘ঘোষণা’ প্রকাশ করেছে। তার তীব্র বিরোধিতা করে চীন। কারণ তা সঠিক এবং বেঠিক নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছে। এ ঘোষণা অন্য পক্ষের স্বার্থকে নষ্টকারীদের প্রকাশ্যে সমর্থন দেয়। উল্টো যারা ক্ষতির শিকার তাদেরকে চাপের মুখে ফেলে এ ঘোষণা। 

তাই চীনা পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণার ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলেন। 

তিনি বলেন, ‘অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা’ হচ্ছে আমাদের বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার মৌলিক নীতি। বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্ককে যাতে মাৎস্যন্যায় পরিচালনা না করতে পারে-সে বিষয়ে আমাদের বিরোধিতা করতে হবে। আমি বিশ্বাস করি, এ কথিত ‘ঘোষণা’ একটি অপ্রয়োজনীয় কাগজ মাত্র’। 

ওয়াং ই বলেন, ‘আমরা দেখেছি, শতাধিক দেশ ইতোমধ্যে তাদের মনোভাব প্রকাশ করেছে। তারা এক-চীন নীতিতে সমর্থন দিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীনের কার্যক্রমকে সমর্থন দিয়েছে এবং চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরোধিতা করেছে। আমরা দেখেছি, জাতিসংঘও তার মনোভাব প্রকাশ করেছে। জাতিসংঘ মহাসচিব ও তাঁর মুখপাত্র পৃথকভাবে জাতিসংঘের ২৭৫৮ নম্বর  প্রস্তাবকে মেনে চলার কথা ঘোষণা করেছেন। এ সিদ্ধান্তের মৌলিক বিষয় হচ্ছে এক-চীন, আর তাইওয়ান হচ্ছে চীনের একটি অংশ মাত্র। একে আন্তর্জাতিক সমাজের সত্যিকারের অভিন্ন কণ্ঠ বলে আমি বিশ্বাস করি’। 


(আকাশ/এনাম/রুবি)