চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনে ইউরোপীয় দেশ ও ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে
2022-08-05 17:29:57

অগাস্ট ৫: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী তেং লি জরুরিভাবে চীনে নিযুক্ত ইউরোপীয় দেশ ও ইইউ রাষ্ট্রদূতদের তলব করেছে এবং তাদেরকে কঠোর মনোভাব জানিয়েছেন।

তেং লি বলেন, জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়েনের কূটনৈতিক ও নিরাপত্তানীতি-বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের তাইওয়ান সম্পর্কিত যৌথ বিবৃতি প্রকাশিত হয়। এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ এবং নির্লজ্জ রাজনৈতিক উস্কানি। এতে ‘তাইওয়ানের স্বাধীনতার’ দাবিদার বিচ্ছিন্নতাবাদী শক্তিকে গুরুতর ভুল বার্তা দেওয়া হয়েছে। চীন এর দৃঢ় বিরোধিতা জানায় এবং কঠোর মনোভাব দেখায়।

তিনি আরও বলেন, ‘একচীন নীতি’ হলো আন্তর্জাতিক সম্পর্কের একটি স্বীকৃত মৌলিক মতৈক্য এবং আন্তর্জাতিক সমাজের একটি সাধারণ ঐকমত্য, এটি অন্যান্য দেশের সঙ্গে চীনের বিনিময়ের রাজনৈতিক ভিত্তি। পেলোসি’র তাইওয়ান সফর একটি স্পষ্ট রাজনৈতিক উস্কানি এবং চীনের সার্বভৌমত্ব ও ভূভাগের অখণ্ডতার গুরুতর লঙ্ঘন। ইউরোপীয় পক্ষের তাইওয়ান সম্পর্কিত বিবৃতি  গুরুতরভাবে এক-চীন নীতি লঙ্ঘন করেছে, এবং দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে গুরুতরভাবে প্রভাবিত করেছে। (জিনিয়া/তৌহিদ/লিলি)