অগাস্ট ৫: মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি’র তাইওয়ান সফর নিয়ে চীনের বিভিন্ন গণতান্ত্রিক দল এক যৌথ বিবৃতিতে তীব্র ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ২ অগাস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের তীব্র বিরোধিতা এবং গাম্ভীর্যপূর্ণ কঠোর মনোভাব উপেক্ষা করে চীনের তাইওয়ান অঞ্চল সফর করেছেন। যা গুরুতরভাবে ‘একচীন নীতি’ এবং ‘চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি ইস্তাহার’ লঙ্ঘন করেছে। এটি চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কের রাজনৈতিক ভিত্তিতে আঘাত হেনেছে, চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং ‘স্বাধীন তাইওয়ানদাবিদের’ মারাত্মক ভুল সংকেত দিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, এই বিশ্বে একটি চীন আছে এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের অবিচ্ছেদ্য একটি অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার হলো চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ বিষয় এবং বহির্বিশ্বের হস্তক্ষেপের অনুমোদন দেবে না।
চীনের বিভিন্ন গণতান্ত্রিক দল চীনের বৈশিষ্ট্যময় সমাজতান্ত্রিক অংশগ্রহণকারী পার্টি হিসেবে দেশপ্রেম ও শান্তিপ্রেমের গৌরবময় ঐতিহ্য। দলগুলো বরাবরই তাইওয়ান প্রণালীর দু’পারের সম্পর্কের শান্তিপূর্ণ উন্নয়ন এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করছে। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় যাবতীয় ব্যবস্থা নিতে চীন সরকারকে সমর্থন করে বিভিন্ন গণতান্ত্রিক দল।
(লিলি/তৌহিদ/জিনিয়া)