আসিয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে ওয়াং ই
2022-08-05 14:26:14

অগাস্ট ৫: গতকাল (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নমপেনে আসিয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়া তথা আসিয়ান প্লাস থ্রি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নেন।

 

তিনি বলেন, ২৫ বছর আগে এতদঞ্চলের দেশগুলো আসিয়ান প্লাস থ্রি সহযোগিতা প্রক্রিয়া শুরু করে। গত ২৫ বছরে এ সহযোগিতা অব্যাহতভাবে গভীরতর হয়ে বহু গুরুত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

 

দেশগুলো পূর্ব এশীয় অভিন্ন কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য প্রতিষ্ঠা করে সহযোগিতা কাঠামো সু-সম্পূর্ণ করেছে। বিশ্বের বৃহত্তম অবাধ বাণিজ্য অঞ্চল (আরসিইপি) গড়ে তুলেছে এবং পূর্ব এশিয়ার শিল্প ও সরবরাহ চেইন ব্যবস্থা ও স্বার্থের একত্রীকরণকে উন্নত করেছে। সংকট মোকাবিলার ক্ষমতাকে জোরালো করেছে এবং ছিয়েং মাই ইনিশিয়েটিভের বহুপাক্ষিকীকরণসহ যুগান্তকারী অর্জন করেছে। যা আসিয়ান-কেন্দ্রিক আঞ্চলিক সহযোগিতার ভিত্তি প্রতিষ্ঠা করেছে।

 

তিনি বলেন, বর্তমানে আন্তর্জাতিক কাঠামো দ্রুত পরিবর্তন এবং প্রযুক্তি ও শিল্পের দ্রুত উন্নয়ন হচ্ছে। চ্যালেঞ্জ ও সুযোগ উভয়ই এখন অভূতপূর্ব। চীন এতদঞ্চলের দেশগুলোর সঙ্গে ঐক্য ও সমন্বয়ে অবিচল রয়েছে। এ প্রক্রিয়ার ১৩টি দেশের জনগণের মৌলিক স্বার্থ ও সুদীর্ঘ কল্যাণ থেকে পূর্ব এশীয় সহযোগিতা উন্নয়নের প্রবণতা বজায় রাখতে, এবং নতুন অগ্রগতি অর্জন ত্বরান্বিত করতে ইচ্ছুক। এ সম্পর্কে তিনি চারটি প্রস্তাব দেন।

 

প্রথমত, পূর্ব এশিয়ার দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য একটি নকশা তৈরি করা। দ্বিতীয়ত, আঞ্চলিক অর্থনৈতিক একত্রীকরণের প্রচার করা। তৃতীয়ত, সংকট মোকাবিলার ক্ষমতা বৃদ্ধি করা। এবং চতুর্থত, আঞ্চলিক রূপান্তর ও উন্নয়নের পথ প্রদর্শন করা।

 

বিভিন্ন পক্ষ পুরোপুরিভাবে এতদঞ্চলের সফল মহামারী প্রতিরোধ এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে আসিয়ান প্লাস থ্রির গুরুত্বপূর্ণ ভূমিকা স্বীকার করে। বিভিন্ন পক্ষ জনস্বাস্থ্য, ডিজিটাল অর্থনীতি এবং সবুজ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও গভীর, নিম্ন-কার্বন এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নে এবং আসিয়ান প্লাস থ্রি সহযোগিতা আরও ভালোভাবে বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণ ডেকে আনবে।

 

(প্রেমা/এনাম/রুবি)