এক-চীন নীতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রের নিন্দা বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তাদের
2022-08-04 16:37:29

অগাস্ট ৪: গতকাল (বুধবার) বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তারা বিভিন্ন অনুষ্ঠানে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের তীব্র নিন্দা করেছেন। তাঁরা বিশ্বাস করেন যে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ চীনের প্রতি মার্কিন প্রতিশ্রুতি এবং এক-চীন নীতির লঙ্ঘন।

 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, পেলোসির তাইওয়ান সফর আবার বিশ্বের কাছে প্রমাণ করেছে যে, যুক্তরাষ্ট্র দায়মুক্তি এবং অনাচারের সাথে কাজ করছে, এবং তারা সম্পূর্ণ বেপরোয়াভাবে যা খুশি তাই করে।

 

পাকিস্তানের সিনেটের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান বলেন, পাকিস্তান চীনের ঐক্য, সার্বভৌমত্ব এবং ভূখন্ডের অখণ্ডতাকে সমর্থন করে। আমরা মনে করি যে, পেলোসির উস্কানিমূলক আচরণ সীমা অতিক্রম করেছে, এবং এটি অগ্রহণযোগ্য। পাকিস্তান চীনের সাথে দাঁড়িয়েছে এবং তাইওয়ান নিয়ে যে কোনো উস্কানির বিরোধিতা করে ইসলামাবাদ। (জিনিয়া/এনাম/ওয়াং)