অগাস্ট ৪: আজ (বৃহস্পতিবার) দুপুর ১টায় চীনা গণমুক্তি ফৌজের ইস্টার্ন থিয়েটার কমান্ডের সেনারা পূর্ব তাইওয়ান প্রণালীর নির্দিষ্ট এলাকায় দূরপাল্লার গোলা-বারুদ ব্যবহার করে সামরিক মহড়ার প্রত্যাশিত ফলাফল অর্জন করেছে।
(জিনিয়া/এনাম/ওয়াং)