“ঋণের ফাঁদ ব্যাপারটাই চীন বিরোধী কূটনীতির অংশ”
2022-08-04 19:20:13

 

ব্যবসাপাতির ৮৫তম পর্বে যা থাকছে:

# সারের দাম বৃদ্ধি, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা কৃষকের 

# যেভাবে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হলো সাংহাই

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“’চীনা ঋণের ফাঁদ’ ব্যাপারটাই রাজনৈতিক। এটা নিয়ে ভালো গবেষণা হয়েছে, বিশেষ করে অ্যামেরিকার গবেষকরা ভালো করে দেখিয়েছেন যে কোন সময়ে ট্র্যাপের বিষয়টা অ্যামেরিকার ফরেন পলিসিতে আনা হয়েছে। এটা মূলত এন্টি চায়না ফরেন পলিসির যে কাঠামো অ্যামেরিকা করতে চেয়েছে তারই অংশ।“

ড. ইমতিয়াজ আহমেদ

অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়