চীনের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে একাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা
2022-08-04 14:53:55


অগাস্ট ৪: চীনের দৃঢ় বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে পা রাখেন। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন পদ্ধতিতে চীনা অবস্থানের প্রতি সমর্থন প্রকাশ করেছে শতাধিক দেশ ও আন্তর্জাতিক সংস্থা। 


জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ২ অগাস্ট জানান, ‘একচীন নীতির’ প্রতি জাতিসংঘ সমর্থন দেয়। তিনি বলেন, ‘একচীন নীতি’-বিষয়ক জাতিসংঘের ২৭৫৬ নম্বর সিদ্ধান্তের প্রতি আমরা সমর্থন দেই।


আরব লিগের প্রধান সহকারী সচিব জোর দিয়ে বলেছেন, ‘একচীন নীতিতে’ আরব লিগ দৃঢ়ভাবে অবিচল রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার জন্য চীনের প্রতি তারা সমর্থন জানায়। 


রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া মনে করে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির এহেন আচরণ হচ্ছে প্রকাশ্যে উস্কানি। তাইওয়ান সমস্যা পুরোপুরি চীনের অভ্যন্তরীণ ব্যাপার। এ বিষয়ে সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে চীনের।


রুশ প্রেসিডেন্টের তথ্য সচিব জানান, তাইওয়ান সমস্যায় চীনের পাশে আছে রাশিয়া।


পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আবার ঘোষণা করেছে যে, ‘একচীন নীতিতে’ পাকিস্তান দৃঢ়ভাবে অবিচল থাকবে। দেশের সংসদের প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান জানান, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির এহেন আচরণ হচ্ছে ভিত্তিহীন উস্কানি। পাকিস্তান চীনের সঙ্গে দাঁড়াবে।


উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং ইচ্ছামতো রাজনৈতিক ও সামরিক উস্কানি চালিয়েছে। যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নষ্ট হওয়ার কারণ। তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান সমস্যা চীনের অভ্যন্তরীণ ব্যাপার। 


লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয় আবার ঘোষণা করে যে ‘একচীন নীতির’ প্রতি সমর্থন জানায় ‘দুটি চীন’ বা ‘এক চীন, এক তাইওয়ান’ সৃষ্টির কোন অপচেষ্টা লাওস মানবে না।


আসিয়ান জোটের পালাক্রমিক চেয়ারম্যান দেশের বিশেষ প্রতিনিধি দলের প্রধান জানান, কম্বোডিয়া ‘একচীন নীতিতে’ অবিচল থাকবে। 


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা ধ্বংস করার মার্কিন প্রচেষ্টা হচ্ছে বিভিন্ন দেশে মার্কিন হস্তক্ষেপের আরেকটি উদাহরণ। 

(আকাশ/তৌহিদ/রুবি)