চীন-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করলো বেইজিং
2022-08-04 18:32:38

অগাস্ট ৪: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং আজ (বৃহস্পতিবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, জাপান, জি-৭ এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতি অযৌক্তিকভাবে চীনকে অভিযুক্ত করেছে এবং যুক্তরাষ্ট্রের জন্য চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। তাতে চীনা জনগণ অত্যন্ত অসন্তুষ্ট। ফলে চীন আর নমপেনে চীন-জাপান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আয়োজন করবে না।

 

মুখপাত্র আরও বলেন, তাইওয়ান ইস্যুতে জাপানের ঐতিহাসিক অপরাধ আছে, এবং তাইওয়ান নিয়ে জাপানের কোন মন্তব্য করার অধিকার নেই। (জিনিয়া/এনাম/ওয়াং)