চীন ও কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
2022-08-04 16:35:20

অগাস্ট ৪: স্থানীয় সময় গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই কম্বোডিয়ার রাজধানী নমপেনে সেদেশের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী প্রাক সোখোনের সাথে বৈঠক করেছেন।

বৈঠকে প্রাক সোখোন বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্র যা করেছে- তা চীনের সার্বভৌমত্বের লঙ্ঘন। এটি যুক্তরাষ্ট্রের নিজস্ব প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে, এবং তাইওয়ান প্রণালীর দু’পারের পরিস্থিতি আরও উত্তেজনাকর করেছে, যা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী মানসিকতার  বহিঃপ্রকাশ।

তিনি বলেন, কম্বোডিয়া দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে, এবং মনে করে যে, তাইওয়ান চীনা ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তাইওয়ান, সিনচিয়াং, তিব্বতসহ চীনের অভ্যন্তরীণ বিষয়ে চীনের বৈধ অবস্থানকে সমর্থন করে কম্বোডিয়া, এবং চীনের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষাকে সমর্থন করে। সেসঙ্গে যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক কর্মকাণ্ডে চীনের দৃঢ় প্রতিক্রিয়াকেও সমর্থন করে কম্বোডিয়া।

তিনি আরও বলেন, কম্বোডিয়া-চীন দৃঢ় ও গভীর মৈত্রী সুসংহত করতে এবং সার্বিক কৌশলগত অংশীদারিত্ব সম্পর্কের নতুন ফলাফল অর্জনকে আরও উন্নত করতে ইচ্ছুক তাঁর দেশ।

ওয়াং ই বলেন, অনেক দেশ স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে এবং চীনের বৈধ অবস্থানকে সমর্থন করে। চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা হলো সবচেয়ে মৌলিক আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম। আসিয়ান দেশগুলির সাথে, আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উন্নয়ন রক্ষা করতে ইচ্ছুক চীন।

তিনি আরও বলেন, পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে চীন ও কম্বোডিয়ার উচিত সমন্বয় করা। কম্বোডিয়ার সঙ্গে দু’দেশের পুরনো প্রজন্মের নেতাদের তৈরি ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একটি নতুন ভবিষ্যৎ উন্মোচনের সুযোগ হিসেবে দুই দেশের বন্ধুত্ব গ্রহণ করতে ইচ্ছুক চীন।

 

(জিনিয়া/এনাম/ওয়াং)