ন্যান্সি পেলোসির ভণ্ডামির বিরুদ্ধে সিজিটিএন-এর সাংবাদিকদের বক্তব্য
2022-08-04 14:54:31


অগাস্ট ৪: চীনের দৃঢ় বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি মঙ্গলবার তাইওয়ানে যান। যা গুরুতরভাবে ‘একচীন নীতি’ লঙ্ঘন করেছে, চীনের সার্বভৌমত্ব নষ্ট করেছে, প্রকাশ্যে রাজনৈতিক উস্কানি দিয়েছে, চীনা জনগণকে ক্ষুব্ধ করেছে এবং আন্তর্জাতিক সমাজের ব্যাপক বিরোধিতাও পেয়েছে। চীনা গণমাধ্যম সিজিটিএন-এর একাধিক ভাষার উপস্থাপক ও সাংবাদিকরা ব্রিটেনের বিবিসি, রাশিয়ার আরটি-সহ একাধিক আন্তর্জাতিক তথ্য মাধ্যমের সাক্ষাতকার নিয়েছেন। তাতে তাঁরা চীনের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার পেলোসির এই উস্কানির আচরণ বিশ্লেষণ করেছেন। 


সিজিটিএন ইংরেজি ভাষার উপস্থাপক ওয়াং কুয়ান বিবিসি-তে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, চীন মনে করে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সির এহেন আচরণ হচ্ছে মার্কিন রাজনৈতিক প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। 


সাক্ষাতকারে তিনি ধারাবাহিক বাস্তবতার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভণ্ডামি সবার সামনে উন্মোচন করেন।

(আকাশ/তৌহিদ/রুবি)