চলতি বছরে প্রথম ৭ মাসে চীন-ইউরোপ রেলপথে চলেছে ৮৯৯০টি ট্রেন
2022-08-04 14:31:14

চলতি বছরের প্রথম সাত মাসে চীন-ইউরোপ রেলপথে মোট যাতায়াত করেছে ৮৯৯০টি ট্রেন। আর মোট ৮ লাখ ৬৯ হাজার স্ট্যান্ডার্ড কন্টেইনার পণ্য পাঠানো হয়েছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ শতাংশ বেশি। এর মধ্যে জুলাই মাসে যাতায়াত করেছে ১৫১৭টি ট্রেন এবং পাঠানো হয়েছে ১ লাখ ৪৯ হাজার কন্টেইনার পণ্য। যা গত জুলাই মাসের তুলনায় ১২ শতাংশ বেশি। পাশাপাশি এটি ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। চীন-ইউরোপ রেল সুবিধাজনক, দ্রুত, নিরাপদ, স্থিতিশীল, সবুজ ও সাশ্রয়ী ক্রস-বর্ডার লজিস্টিক সেবা প্রদান করেছে এবং মসৃণ সরবরাহ আন্তর্জাতিক শিল্প সরবরাহ চেইন নিশ্চিত করে গুণগত মানের ‘এক অঞ্চল, এক পথ’ যৌথ নির্মাণে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছে।

 

সম্প্রতি শায়ানসি’র একটি কোম্পানির ৫০টি ট্রেনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এক্স ৮১৫১ চীন-ইউরোপ রেলের মাধ্যমে সি’আন আন্তর্জাতিক বন্দর স্টেশন থেকে রওনা দিয়েছে। মানচৌলি বন্দরের মাধ্যমে দেশের বাইরে যায় এবং অবশেষে রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছায়। এই কোম্পানি প্রথমবারের মতো সি’আন বন্দর স্টেশন থেকে চীন-ইউরোপ রেলপথে পণ্য পাঠায়। কোম্পানির মহাব্যবস্থাপক চেন ইউন বলেন,

এটা আমাদের কোম্পানির চালু করা প্রথম চীন- ইউরোপ ট্রেন এবং কোম্পানির ব্যবস্থা এখন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা পরিবর্তী উন্নয়নের জন্য ভাল সূচনা তৈরি করেছে। পাশাপাশি পণ্যের সরবরাহ চেইন ও উত্পাদনের গভীর মিশ্রণ, পণ্যের শিল্প চেইন ও মূল্য চেইনের মধ্যে ইতিবাচক সমন্বয় জোরদার করার জন্য সহায়ক। চীন-ইউরোপ ট্রেনগুলো পরিবহন, অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য এবং শায়ানসি প্রদেশের স্থানীয় অর্থনীতি উন্নয়নের জন্য অর্থবহ।

 

চলতি বছরের প্রথম ৬ মাসে, চীন-ইউরোপ (সিআন) রেলপথের মাধ্যমে চালু হয় মোট ১৭৯১টি ট্রেন এবং দ্রুততম, সর্বোচ্চ বুদ্ধিমত্তা, সম্পূর্ণ কার্যক্ষমতা এবং সর্বনিম্ন খরচের ট্রেনে পরিণত হয়েছে। সিআন আন্তর্জাতিক বন্দর স্টেশনের প্রধান বাই খুয়ান ফেং বলেন, সি’আন আন্তর্জাতিক বন্দর এবার চীন-ইউরোপ ট্রেনের প্রস্থানের স্টেশন হিসেবে কাজ করবে এবং দক্ষতা আরও উন্নত করবে। পরিবহন, পরীক্ষা ও স্থানান্তরের জন্য দ্রুত ও বিরামবিহীন সংযুক্তি বাস্তবায়ন করবে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে চীন-ইউরোপ রেলপথে মোট যাতায়াত করেছে ৮৯৯০টি ট্রেন। চলতি বছর নতুন করে চালু হয়েছে সি’আন ও ছুংছিংসহ শহর দিয়ে রোমানিয়ার কনস্ট্যান্টার পর্যন্ত রেল ও নৌ যৌথ পরিবহন রুট। চীন-ইউরোপ রেলপথের আওতা আরও প্রসারিত হয়েছে। বর্তমানে চীন-ইউরোপ রেলপথ ২৪টি ইউরোপীয় দেশের ২০০টিরও বেশি শহরে যেতে পারে। ইউরোপ থেকে ফিরে আসা ট্রেন ও ইউরোপে যাওয়া ট্রেনের অনুপাত ৮৮ শতাংশ; যা গত বছরের একই সময়ের তুলনায় ৬ শতাংশ বেড়েছে।

তা ছাড়া, আলাশানখৌ, হরগোস, মানচৌলিসহ বন্দর ও রিয়ার চ্যানেল সম্প্রসারণ প্রকল্প চলছে তাতে বিভিন্ন বন্দরের পরিবহনের দক্ষতা জোরদার হয়েছে। চলতি বছরের প্রথম সাত মাসে চীন-ইউরোপ ট্রেনের পশ্চিম, মধ্য ও পূর্ব রুটের দৈনিক গড় পরিবহনের পরিমাণ ২০২০ সালের তুলনায় যথাক্রমে ১৮.৩ ১৭.৭ ও ৩৬.৫ শতাংশ বেশি হয়েছে।

 

চীনের রাষ্ট্রীয় রেলওয়ে গ্রুপ কোম্পানি লিমিটেডের দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন, ভবিষ্যতে চীন-ইউরোপ রেলপথের কৌশলগত করিডোরকে কাজে লাগিয়ে অবকাঠামো নির্মাণ, আন্তর্জাতিক সহযোগিতা, পরিবহনের সংগঠন ও ট্রেনের গুণগতমান এবং কার্যকারিতা উন্নত করা হবে। দেশীয় এবং আন্তর্জাতিক দ্বৈত প্রচলনের সুষ্ঠু চলাচল এবং আর্থ-সামাজিক স্থিতিশীল ও সুষ্ঠু উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করা হবে।

(শিশির/তৌহিদ/রুবি)