জি-৭ ও ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্য খণ্ডন করলো চীন
2022-08-04 18:54:27

অগাস্ট ৪ : আজ (বৃহস্পতিবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র হুয়া ছুন ইং বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের দেওয়া বিবৃতি মানুষকে সময় এবং স্থান সম্পর্কে বিভ্রান্ত করেছে। এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা স্পষ্টতই মনে করছেন,  তারা ১২০ বছরের বেশি সময় আগে আট-শক্তির মিত্র বাহিনীর যুগে বাস করছেন। তবে, আজকের বিশ্ব আর সাম্রাজ্যবাদের নয়। এটি এমন একটি বিশ্ব নয়- যেখানে বিদেশী শক্তিরা তাদের শক্তি প্রদর্শন করতে পারে এবং চীনের মাটিতে যা খুশি তাই করতে পারে। আজকের চীন সেই পুরনো চীন নয়, যেটি ১০০ বছরেরও বেশি সময় ধরে অন্যদের দ্বারা নির্মমতা ও হত্যাকাণ্ডের শিকার হয়েছিল।

চীনা মুখপাত্র  চারটি বিষয়ের ওপর জোর দিয়েছেন: প্রথমত, চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করার অধিকার রয়েছে।

দ্বিতীয়ত, এক-চীন নীতি হচ্ছে সাতটি দেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ভিত্তি।

তৃতীয়ত, এক-চীন নীতির শুধুমাত্র একটি সংস্করণ এবং একটি অর্থ রয়েছে, তা হল: বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে; আর তাইওয়ান হচ্ছে চীনের একটি অংশ। গণপ্রজাতন্ত্রী চীনের সরকার হল একমাত্র বৈধ সরকার।

চতুর্থত, ইতিহাস ও বাস্তবতার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জি-৭ সদস্যরা আগ্রাসন ও জবরদস্তির মুখপাত্র।

(ওয়াং হাইমান/এনাম/জিনিয়া)