তাইওয়ান দ্বীপের আশেপাশে গণমুক্তি ফৌজের যৌথ সামরিক মহড়া শুরু
2022-08-04 14:52:18


অগাস্ট ৪: গতকাল (বৃহস্পতিবার) চীনের গণ-মুক্তিফৌজ তাইওয়ান দ্বীপের আশেপাশে নৌ ও বিমান মহড়া চালিয়েছে।


এদিন গণ-মুক্তিফৌজের বিমানবাহিনীর যুদ্ধবিমান ও বোমাবাহী বিমানসহ অনেক ধরনের যুদ্ধবিমান পাঠানো হয়। তারা তাইওয়ান দ্বীপের উত্তর, দক্ষিণপশ্চিম ও দক্ষিণপূর্ব দিকের আকাশে মহড়া চালায়। 


গণ-মুক্তিফৌজের বিমানবাহিনীর চালক ছাও সাও ছিং জানান, আমি আমার কমরেডদের সঙ্গে যুদ্ধবিমান চালিয়ে তাইওয়ান দ্বীপের আশেপাশে গিয়েছি। যে কোনো অভিযানের জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। 


গণ-মুক্তিফৌজের নৌবাহিনী তাইওয়ান দ্বীপের আশেপাশে মহড়া চালিয়েছে।


গণ-মুক্তিফৌজের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের কমান্ডার ফেং চোং পিন বলেন, আমাদের যুদ্ধজাহাজ নির্দেশনা অনুসারে ইতোমধ্যে তাইওয়ান দ্বীপের পূর্ব দিকের সাগরে পৌঁছেছে। যুদ্ধজাহাজের সব সেনারা প্রস্তুত আছে, মিশনটি সম্পন্ন করতে আমারা প্রতিজ্ঞাবদ্ধ। 

(আকাশ/তৌহিদ/রুবি)