কম্বোডীয় রাজার সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাত্ করেছেন
2022-08-04 11:08:49

অগাস্ট ৪: গতকাল (বুধবার) কম্বোডিয়ার রাজা নরোদম সিহামনি নমপেনে সফররত চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাত করেছেন।

    সিহামনি দেশটির আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চীনের মূল্যবান সহায়তার জন্য চীন সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।

কম্বোডিয়া-চীন সম্পর্ক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে উল্লেখ করে রাজা বলেন, উভয় দেশ সক্রিয়ভাবে চীন-কম্বোডিয়া অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তুলছে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের কাঠামোতে পারস্পরিক কল্যাণকর সহযোগিতা আরও গভীর করছে, যা দু’দেশের জন্য উপকারী।

তিনি বলেন, কম্বোডিয়া চীনের প্রস্তাবিত বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ এবং বিশ্ব নিরাপত্তা উদ্যোগকে পূর্ণ সমর্থন জানায় এবং ‘একচীন নীতিতে’ অবিচল থেকে চীনের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে।

ওয়াং ই বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে, চীন ও কম্বোডিয়া একে অপরকে সম্মান ও বিশ্বাস করছে, উভয়ের জয়ের পথ অনুসরণ করেছে এবং রাষ্ট্র-রাষ্ট্র সম্পর্কের একটি ভাল উদাহরণ স্থাপন করেছে।

জনাব ওয়াং আরও বলেন, চীন কম্বোডিয়ার সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব অব্যাহত রেখে কৌশলগত অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নির্মাণ জোরদার করতে চায়, যাতে চীন-কম্বোডিয়া বন্ধুত্ব নতুন যুগে আরো বেশি প্রাণশক্তিতে পুনরুজ্জীবিত হয়।

তিনি কম্বোডিয়ার ‘একচীন নীতি’ অনুসরণের প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, ‘একচীন নীতির’ লঙ্ঘন আন্তর্জাতিক ঐকমত্যের প্রতি চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক সমাজের সর্বজনীন নিন্দার কারণ হয়।

(প্রেমা/তৌহিদ/রুবি)