চীন-বাংলাদেশ সর্বোচ্চ সংখ্যক ফ্লাইট পরিচালনা করবে বিমান
2022-08-04 19:54:24

ঢাকা, আগস্ট ৪: চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ যতো সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে, ততোগুলো ফ্লাইটই পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো: যাহিদ হোসেন। টিকিটের দাম সহনীয় পর্যায়ে রাখা হবে জানিয়ে বিমান এমডি জানান, ভাড়া এখনো নির্ধারণ করা হয়নি।

চায়না মিডিয়া গ্রুপের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এখনো আনুষ্ঠানিক অনুমতির চিঠি হাতে আসেনি, তবে কুয়াংচৌতে অবস্থিত বিমান কর্মকর্তাদের সঙ্গে এরইমধ্যে মৌখিক আলোচনা হয়েছে।

এর আগে, ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের ফেসবুক পেইজে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে চীনের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ওই পোস্টে বলা হয়, ঢাকা-কুয়াংচৌ ও ঢাকা-কুনমিং ফ্লাইট পরিচালনা করতে পারবে বিমান।

সাজিদ/ আনন্দী