যুক্তরাষ্ট্রের নির্লজ্জ উস্কানিকে দৃঢ়ভাবে প্রতিহত করে চীন: ওয়াং ই
2022-08-04 16:31:24


 

অগাস্ট ৪: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নমপেনে পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সহযোগিতা-বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার সময় চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনকারী যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণের বিষয়ে চীনের অবস্থান আবারও ব্যাখ্যা করেছেন।

 

ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইনকে পদদলিত করে, দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি লঙ্ঘন করে, তাইওয়ান প্রণালীর শান্তি নষ্ট করে, বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে এবং সংঘর্ষের পক্ষে। এটি চীনা জনগণ ও শান্তিকামী বিভিন্ন দেশের জনগণের স্পষ্টই উত্তেজিত করে, এবং একটি রাজনৈতিক জুয়া, যা অনিবার্যভাবে খারাপ প্রভাব নিয়ে আসবে।

 

ওয়াং ই বলেন, পেলোসির অপতত্পরতা  মার্কিন রাজনীতি, মার্কিন কূটনীতি এবং মার্কিন বিশ্বাসযোগ্যতার আরেকটি দেউলিয়াত্ব। এটি প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র তাইওয়ান  প্রণালীতে শান্তির সবচেয়ে বড় ধ্বংসকারী, এবং আঞ্চলিক স্থিতিশীলতার সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী। পাশাপাশি, এতে মার্কিন ইন্দো-প্যাসিফিক কৌশলটির সংঘর্ষমূলক ও  ক্ষতিকারক বিষয়টি স্পষ্ট হয়েছে, এবং আন্তর্জাতিক নিয়মে  যুক্তরাষ্ট্রের ভণ্ডামি এবং ডাবল স্ট্যান্ডার্ড প্রমাণিত হয়েছে।

 

(ওয়াং হাইমান/এনাম/জিনিয়া)