পেলোসি’র তাইওয়ান সফরে বিভিন্ন দেশের রাজনৈতিক পার্টির প্রতিবাদ
2022-08-04 11:09:48

অগাস্ট ৪: গতকাল (বুধবার) বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দল বিভিন্ন পদ্ধতিতে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের কাছে দৃঢ়ভাবে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি’র তাইওয়ান সফরের প্রতিবাদ জানিয়েছে। তারা মনে করে, এটা চীনের সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন করেছে এবং  তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করেছে। বিভিন্ন পক্ষ ‘একচীন নীতিতে’ অবিচল থাকার কথা আবারও ঘোষণা করার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছে।

রুশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রথম ভাইস-চেয়ারম্যান ইভান মেলনিকভ বলেন, পেলোসি’র তাইওয়ান সফর চীনের প্রতি স্পষ্ট উস্কানি, চীন-মার্কিন সরকারের বেশ কিছু চুক্তির পরিপন্থী এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক স্থিতিশীলতা নষ্ট করার আরেকটি উদাহরণ। রাশিয়া দৃঢ়ভাবে চীনে সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার চেষ্টাকে সমর্থন দেয়।

পাকিস্তানের পাকিস্তান ফার্ম লেবার পার্টির সেক্রেটারি মনে করে, যুক্তরাষ্ট্রের আচরণ অগ্রহণযোগ্য এবং যুক্তরাষ্ট্রকে কার্যকরভাবে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তিনটি যৌথ ইস্তাহার মেনে চলে, চীনের একীকরণ বাস্তবায়নের জন্য চেষ্টাকে সম্মান জানানো উচিত।

এ ছাড়া নেপাল, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও স্পেনসহ ৪০টিরও বেশি দেশের ৬০টিরও বেশি রাজনৈতিক পার্টি পেলোসি’র তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা করে।

(প্রেমা/তৌহিদ/রুবি)