যুক্তরাষ্ট্রের উচিত পারমাণবিক চুক্তি বাস্তবায়নের সুযোগ লুফে নেয়া: বাঘেরি
2022-08-04 16:40:36


 

অগাস্ট ৪: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং সেদেশের শীর্ষ পরমাণু-বিষয়ক আলোচক আলী বাঘেরি কানি গতকাল (বুধবার) বলেছেন যে, পারমাণবিক চুক্তি বাস্তবায়নের বিষয়ে  আলোচনা পুনরায় শুরু করার জন্য  তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়  যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের উচিত এই আলোচনার সুযোগটি কাজে রাগানো।

 

সামাজিক মাধ্যমে প্রকাশিত এক প্রবন্ধে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু ইস্যুর সংশ্লিষ্ট পক্ষের দেওয়া এই ‘উদার সুযোগ’ ব্যবহার করতে হবে। বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে। তাই যুক্তরাষ্ট্রকে পরিপক্বতা দেখাতে হবে এবং দায়িত্বের সাথে কাজ করতে হবে।

 

ইরান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ সংশ্লিষ্ট পক্ষ ইরানের পারমাণবিক আলোচনায় অংশ নিতে ভিয়েনায় তাদের  প্রতিনিধি পাঠাবে বলে জানিয়েছে। (ওয়াং হাইমান/এনাম/জিনিয়া)