পেলোসির তাইওয়ান সফর নিয়ে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির তাইওয়ান কার্যালয়ের বিবৃতি
2022-08-03 15:46:18

অগাস্ট ৩: সিপিসি’র কেন্দ্রীয় কমিটির তাইওয়ান কার্যালয় জানিয়েছে যে, গতকাল (মঙ্গলবার) মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির চীনের তাইওয়ান অঞ্চল সফর হলো তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের যোগসাজশের চিহ্ন। যা গুরুতরভাবে ‘একচীন নীতি’ এবং চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি ইস্তাহারের লঙ্ঘন। এটি চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে আঘাত করেছে, চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে এবং ‘স্বাধীন তাইওয়ান দাবিদাদের’ মারাত্মক ভুল সংকেত দিয়েছে। চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে, দৃঢ়ভাবে এর নিন্দা জানায়, মার্কিন পক্ষকে কঠোর মনোভাব দেখায় এবং তীব্র প্রতিবাদ জানায়।

‘স্বাধীন তাইওয়ানবাদীরা’ হলো দেশের একীকরণের বৃহত্তম বাধা। তারা ব্যক্তিগত স্বার্থে ‘একচীন নীতিকে’ চ্যালেঞ্জ করেছে এবং তাইওয়ান প্রণালীর দু’পারের মধ্যে বৈরিতা সৃষ্টি করেছে। তাদের আচরণ তাওয়ানে বিপর্যয় ডেকে আনবে এবং অসংখ্য তাইওয়ানবাসীর জন্য সর্বনাশ ডেকে আনবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

লিলি/তৌহিদ/জিনিয়া