পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বক্তব্য
2022-08-03 16:51:08

অগাস্ট ৩: গতকাল (মঙ্গলবার) মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা ক’রে এর তীব্র নিন্দা জানিয়েছে চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলন।

এক বিবৃতিতে বলা হয়, বিশ্বে শুধুমাত্র একটি চীন আছে, তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ এবং গণপ্রজাতন্ত্রী চীন সরকারই একমাত্র বৈধ সরকার যা সমগ্র চীনের প্রতিনিধিত্ব করে। তাইওয়ান ইস্যু চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার সঙ্গে জড়িত। চীনকে বিভক্ত করার সব প্রচেষ্টা ও কর্মের বিরোধিতা করি, চীনের শান্তিপূর্ণ পুনর্মিলন প্রক্রিয়ায় হস্তক্ষেপকারী কোনো বহিরাগত শক্তির দৃঢ়ভাবে বিরোধিতা করি এবং তাইওয়ান ইস্যুতে কোনো দেশকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।

‘একচীন নীতি’ হলো চীন-যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সম্পর্কের ভিত্তি। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে; তবে বাস্তবে স্বাধীন তাইওয়ানবাদীদের সমর্থন করছে।

আমরা যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি মেনে চলার জন্য, চীনের তাইওয়ান অঞ্চলের সাথে যেকোনো ধরনের আনুষ্ঠানিক বিনিময় বন্ধ করা এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেই। বিচ্ছিন্নতাবাদী ‘তাইওয়ানের স্বাধীনতার’ দাবিদারদের কোনো ভুল সংকেত না-দেওয়া এবং বিপজ্জনক পথে সামনে আগানো যাবে না বলে সতর্ক করে চীন। (জিনিয়া/তৌহিদ/লিলি)