পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার অবস্থান পুনরায় ব্যাখ্যা করেছে চীন
2022-08-03 17:16:50

অগাস্ট ৩: যুক্তরাষ্ট্র সময় গতকাল (মঙ্গলবার) ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির’ দশম পর্যালোচনা সম্মেলন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে চীনের প্রতিনিধি সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার বিষয়ে চীনের অবস্থান পুনরায় ব্যাখ্যা করেছেন।

চীনের প্রতিনিধি বলেছেন, বর্তমানে মহামারী এবং পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির’ আন্তর্জাতিক প্রসারণ-রোধ ব্যবস্থা গুরুতরভাবে প্রভাবিত হয়েছে। চীনা প্রতিনিধি এবারের পর্যালোচনা সম্মেলনকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, পারমাণবিক অ-প্রসারণ এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার ভারসাম্যপূর্ণ উপায়ে চুক্তির তিনটি স্তম্ভ উন্নত করার একটি সুযোগ হিসেবে গ্রহণ করার তাগিদ দেন, যাতে চুক্তিটি শান্তি ও উন্নয়নে নতুন শক্তি প্রদান করতে পারে।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের মহাপরিচালক ফু ছং বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউরোপে মোতায়েন করা তার পারমাণবিক অস্ত্র প্রত্যাহার করা এবং অন্যান্য অঞ্চলে পারমাণবিক অস্ত্র স্থাপন না-করা। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রাকৃতিক পরিবেশ এবং মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। জাপানের উচিত ফুকুশিমায় পারমাণবিক দূষিত পানি নিষ্পত্তির বিষয়ে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সমাজের বৈধ উদ্বেগের প্রতি গুরুত্ব দেওয়া এবং এর সঠিক উপায় খুঁজে বের করা।

(জিনিয়া/তৌহিদ/লিলি)