চীনে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
2022-08-03 15:44:48

অগাস্ট ৩: গতকাল (মঙ্গলবার) গভীর রাতে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিয়ে ফোং এক জরুরি আদেশের ভিত্তিতে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর নিকোলাস বার্নসকে তলব করেন এবং চীন সরকারের পক্ষ থেকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি’র চীনের তাইওয়ান অঞ্চল সফরের বিষয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব ও তীব্র প্রতিবাদ জানান।

সিয়ে ফোং বলেন, পেলোসি’র পদক্ষেপ খুব খারাপ এবং এর ফলাফলও গুরুতর হবে। চীন চুপ করে বসে থাকবে না। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র বিপরীতমুখী আচরণ করছে। মার্কিন সরকার পেলোসি’র মাধ্যমে তাইওয়ান প্রণালীর উত্তেজনাপূর্ণ পরিস্থিতি জোরালো করেছে এবং গুরুতরভাবে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নষ্ট করেছে।

যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ভুল পদক্ষেপ সঠিক করা এবং বাস্তব পদক্ষেপের মাধ্যমে পেলোসি’র তাইওয়ান অঞ্চল সফরের নেতিবাচক প্রভাব দূর করার দাবি জানান সিয়ে ফোং। তাইওয়ান ইস্যুতে উস্কানিমূলক আচরণ বন্ধ করা, স্বাধীন তাইওয়ান দাবিদারদের প্রতি সমর্থন বন্ধ করা এবং চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করার তাগিদ দেন তিনি।

লিলি/তৌহিদ/জিনিয়া