সেপ্টেম্বরে শাংহাইয়ে অনুষ্ঠিত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন
2022-08-03 11:09:56

অগাস্ট ৩: চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন, শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং শাংহাই পৌর সরকারের যৌথ উদ্যোগে ২০২২ বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনের ক্ষণগণনা শুরু হয়েছে। সম্মেলনের আর মাত্র ৩০ দিন সামনে রেখে এক যৌথ প্রেস ব্রিফিং গতকাল (মঙ্গলবার) শাংহাইয়ে অনুষ্ঠিত হয়।


“বুদ্ধিমান সংযোগ অনুপ্রেরণামূলক শহর” প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিতব্য আসন্ন সম্মেলনে প্রায় একশ’ ফোরাম অনুষ্ঠিত হবে। যা প্রযুক্তিগত সৃজনশীলতা, শিল্প ব্যবহারিক, আইনের শাসন ও নৈতিকতা এবং পরিবেশগত নির্মাণ-এ চারটি ক্ষেত্রের ৩০টিরও বেশি প্রধান বিষয়ে দিকনির্দেশনা দেবে। 


সম্মেলনে ১৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। সম্মেলনটি ১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত শাংহাইয়ে অনুষ্ঠিত হবে।


(প্রেমা/এনাম/রুবি)