‘আমি তাকে ভালোবাসতে চাই’
2022-08-03 13:53:13

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীতব্যান্ড ‘টুইন্সের’ সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

টুইন্স- চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের এক নারী সংগীত ব্যান্ড। এর সদস্য দু’জন। তাঁদের নাম চুং সিন থুং এবং ছাই চুও ইয়ান। ২০০১ সালের ১৮ মে ব্যান্ডটি গঠিত হয়।

 

২০০৩ সালে ব্যান্ডের অ্যালবাম ‘Touch Of Love’ প্রকাশিত হয়। টুইন্স এরপর ‘পরবর্তী স্টেশনের রানী’ গানটি গেয়ে বিখ্যাত হয়ে ওঠে। ২০০৮ সালে ব্যান্ড-সদস্যের ব্যক্তিগত কারণে সংগীতের কাজ অস্থায়ীভাবে বন্ধ থাকে। তারপর ২০১০ সালে টুইন্স ব্যান্ড আবারও সংগীত মহলে ফিরে আসে।

বন্ধুরা, এখন শুনুন টুইন্সের কণ্ঠে ‘আমি তাকে ভালোবাসতে চাই’ গানটি। গানের কথাগুলো এমন: বৃষ্টি পড়ছে। সে ছাতা নিয়ে তোমার পাশে। তবে আমি খুশি হতে পারি না। কারণ আমি দেখেছি, তার মুখের হাসি, মন থেকে নয়। আমি তাকে খুব ভালোবাসতে চাই, তবে চোখ মিথ্যা বলে। আমি তাকে খুব ভালোবাসতে চাই, তবে কীভাবে হবে।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন টুইন্সের গান ‘বন্ধু’। গানের কথাগুলো এমন: সব কিছুই তোমার ভালোর জন্য। আমার মনোভাব বৃহত্তম ভুল। আসলে বন্ধুদের মধ্যে অনুভূতি অনেক সরল। আমি সবসময় তোমাকে মনে রাখি। কোনো এক দিন অন্যকে ভালোবাসলে, আমি মনে রাখবো তোমার কথা।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন টুইন্সের গান ‘ভালবাসা দিবসে অনেক হারিয়েছি’। গানের কথায় বলা হয়, সে ফেব্রুয়ারি মাসের কোনো এক দিন আমার সঙ্গে দেখা করার কথা বলেছে, তবে আমি অপেক্ষা করবো, ফলাফল কি হবে, জানি না। আমি জানি, তার মনে আমার স্থান। কল্পনা করা যায় না, এ দিন তার সঙ্গে কাটিয়েছি। ভালোবাসা দিবসে, আমার প্রিয় মানুষের সঙ্গে হাঁটছে, তবে আমার সঙ্গে নয়।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন টুইন্সের আরেকটি গান, গানের নাম ‘মেয়েদের স্কুলের ছেলে’। গানের কথাগুলো এমন: ছেলেদের গল্প আমি আস্তে আস্তে তোমাকে বলি। আসলে তুমি, গোপনে তদন্ত করেছো। কাছের ক্লাসের সে ছেলে, স্কুলে সবচেয়ে জনপ্রিয়। আসলে তুমি, গোপনে তার জন্য চা কিনেছো।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীতব্যান্ড টুইন্সের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)