‘পৃথিবী এত বড়’
2022-08-02 13:51:54

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই ইয়ু ছিং’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ফেই ইয়ু ছিং, তাঁর আসল নাম চাং ইয়ান থিং। ১৯৫৫ সালের ১৭ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী। তিনি একই সঙ্গে একজন উপস্থাপকও বটে।

 

১৯৭৩ সালে ফেই ইয়ু ছিং তাইওয়ানের ‘তারকা থেকে তারকা’ নামের এক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে চতুর্থ পুরস্কার লাভ করেন। তখন থেকেই আনুষ্ঠানিকভাবে তার সংগীত-জীবন শুরু হয়।

 

বন্ধুরা, এখন শুনুন ফেই ইয়ু ছিং-এর গান ‘বসন্তকালে’। গানের কথায় বলা হয়, অনেক বছর আগের বসন্তকালে, তখন আমার চুল ছিল লম্বা, ক্রেডিট কার্ড ছিল না। তবে তখন আমি অনেক খুশি ছিলাম। যদিও আমার শুধু একটি ভাঙ্গা গিটার ছিল।  রাস্তায়, সেতুর নিচে, ক্ষেতে, অন্যের কাছে অপরিচিত গান গাই।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ফেই ইয়ু ছিং-এর গান ‘পৃথিবী এত বড়’। গানের কথায় বলা হয়, মা, চাঁদের আলোয়, আমি তোমার কথা মিস করি। মা, তোমাকে আলিঙ্গন করি, আমার সারা জীবনের উষ্ণতা। মা, চাঁদের আলোয়, তোমার কাছে আমার বাসা। পৃথিবী এত বড়, তবে শুধু তোমার ভালোবাসা নিখুঁত। পৃথিবী অনেক বড়, শুধু তোমার ভালোবাসা, আমি তাকে দেই।

আচ্ছা, শুনুন সুন্দর গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ফেই ইয়ু ছিং-এর গান ‘সত্যি তোমার কথা মিস করি’। গানের কথাগুলো এমন: সত্যি তোমার কথা মিস করি, আমি রাতে ভোরকে ডাকছি। চাঁদের পিছে রঙিন মেঘ আমার হৃদয়ও জানে। চুপচাপ আমাকে উষ্ণতা দেয়। সত্যি তোমাকে মিস করি, আমি রাতের বেলা ভোরকে ডাকছি। আকাশের তারা আমার হৃদয়কেও জানে। আমার মনে শুধু তুমি। হাজার মাইল দূরে তোমাকে আমার ভালোবাসা বিচ্ছিন্ন হওয়া যায় না।

আচ্ছা, শুনুন এই প্রেমের গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ফেই ইয়ু ছিং-এর গান ‘বন্দি পাখি’। গানের কথাগুলো এমন: আমি তোমার বন্দি পাখি। আকাশ কত উঁচু, ভুলে যাই। তোমার দেয়া ছোট বাড়িঘর ছেড়ে, আর কার ওপর নির্ভর করা যায়। আমি তোমার বন্দি পাখি। ভালোবাসা আস্তে আস্তে কমে যায়। আমি তোমার ছায়া, একটি আলিঙ্গনও পাই না।

আচ্ছা, শুনুন এই গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ফেই ইয়ু ছিং’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)