বিশ্বব্যাপী পরমাণু ঝুঁকি বাড়ছে: জাতিসংঘ মহাসচিব
2022-08-02 15:05:16


অগাস্ট ২: গতকাল (সোমবার) ‘পরমাণু বিস্তার-রোধ চুক্তির’ ১০ম পর্যালোচনা সভা জাতিসংঘ সদর দফতরে আয়োজন করা হয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস সভায় বলেন, পরমাণু অস্ত্র বিশ্বের জন্য হুমকি ডেকে এনেছে। বিশ্বে পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে। তিনি ‘পরমাণু বিস্তার-রোধ চুক্তির’ গুরুত্বের প্রতি জোর দেন এবং চুক্তি সাক্ষরকারী সব পক্ষকে এই চুক্তি মেনে চলার তাগিদ দেন।


তিনি আশা করেন, বিভিন্ন পক্ষ সংলাপ জোরদার করবে, পরস্পরকে সম্মান করবে এবং বিশ্ব শান্তি রক্ষা করবে।      

(আকাশ/তৌহিদ/রুবি)