হিরোশিমা সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব
2022-08-02 15:17:06

অগাস্ট ২: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী ৬ আগস্ট হিরোশিমায় পারমাণবিক বোমা হামলার স্মরণ অনুষ্ঠানে অংশ নিতে ৪ আগস্ট জাপান যাবেন বলে জানিয়েছেন। গতকাল (সোমবার) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এসময় গুতেরেস বোমা হামলার শিকার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ক্ষতিগ্রস্তদের স্মরণ করবেন এবং পরমাণু মজুদ নির্মূল করার জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান পুনর্ব্যক্ত করবেন।

সফরকালে গুতেরেস জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এবং হিরোশিমা ও নাগাসাকির পারমাণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সাথে দেখা করবেন। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ-বিষয়ক এক যুব সংলাপেও অংশ নেবেন তিনি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আগ্রাসী জাপানকে যত দ্রুত সম্ভব আত্মসমর্পণে বাধ্য করতে মার্কিন সামরিক বাহিনী ১৯৪৫ সালের ৬ ও ৯ অগাস্ট যথাক্রমে হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলে। তার পর থেকে দীর্ঘদিন ধরে জাপান নিজেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশেষ করে পারমাণবিক বোমা হামলার ‘শিকার’ হিসেবে চিহ্নিত করে আসছে। কিন্তু তারা পারমাণবিক বোমা হামলার ঐতিহাসিক পটভূমির কথা উল্লেখ করে না।

 লিলি/এনাম/আনন্দী