কথিত ‘স্বাধীন তাইওয়ান’-এর কোনো জায়গা রাখা যাবে না: চীনা মুখপাত্র
2022-08-02 17:13:06

অগাস্ট ২: আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া ছুন ইং বলেন, কথিত ‘স্বাধীন তাইওয়ান’-এর কোনো জায়গা রাখা যাবে না।

মুখপাত্র বলেন, সারা বিশ্ব খুব স্পষ্টভাবেই দেখতে পারছে যে, যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক আচরণ তাইওয়ান প্রণালীর পরিস্থিতির উত্তেজনা তীব্রতর করেছে। তাই এর জন্য যুক্তরাষ্ট্রকেই সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে।

তিনি বলেন, সম্প্রতি চীন বেইজিং এবং ওয়াশিংটনের নানা চ্যানেল ও নানা পর্যায়ে বারবার চীনের অবস্থান তুলে ধরেছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকারের তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতার কথা সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র মুখে এক-চীন নীতি মেনে চলার কথা ঘোষণা করলেও অব্যাহতভাবে তারা তাইওয়ানের সঙ্গে তাদের যোগাযোগের মান এবং তাইওয়ানের কাছে সামরিক বিক্রয় বাড়িয়েছে। তাইওয়ান প্রণালীর দু’তীরের পরিস্থিতি নিয়ে ভুল বিবেচনা করলে বা তা সঠিকভাবে মোকাবিলা না করলে তাইওয়ান অঞ্চল তথা বিশ্বের নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলায় বিপর্যয়মূলক ফলাফল বয়ে আসবে বলে মুখপাত্র উল্লেখ করেন। লিলি/এনাম/আনন্দী