পেলোসির তাইওয়ান সফর নিয়ে এনপিসির বক্তব্য
2022-08-02 23:59:18

অগাস্ট ২: আজ (মঙ্গলবার) মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর প্রসঙ্গে চীনের ন্যাশনাল পিপলস কমিটির (এনপিসি) স্থায়ী কমিটি এক বক্তব্য দিয়েছে।

বক্তব্যে বলা হয়, পেলোসির তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা এবং এর তীব্র নিন্দা জানায় এনপিসি।

একচীন নীতি হলো চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি। তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে; তবে বাস্তবে স্বাধীন তাইওয়ানবাদীদের সমর্থন করে। যুক্তরাষ্ট্রের এই আচরণ গুরুতরভাবে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার ক্ষতিসাধন করেছে। নিজের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্বার্থ রক্ষা করতে চীন সরকার এবং চীনা জনগণ ইতোমধ্যেই অবিলম্বে শক্তিশালী ব্যবস্থা নিয়েছে এবং আরো পদক্ষেপ নেবে।

তাইওয়ান ইস্যু চীনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার সঙ্গে জড়িত। এ বিষয়ে চীনের আপোষ করার কোনো জায়গা নেই। চীনের সম্পূর্ণ একীকরণ ও জাতির মহান পুনরুদ্ধারে বাধা সৃষ্টি করার যে কোনো অপচেষ্টা অবশেষে ব্যর্থ হবে বলে বক্তব্যে উল্লেখ করা হয়।

লিলি/এনাম