আগস্ট ২: ২০২২ সালের জুলাই মাসে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের নাছুই শহরে অবস্থিত শুয়াংহু জেলায় (চীনের সর্বোচ্চ জেলা), পরিবেশগত স্থানান্তরের দ্বিতীয় দফা কার্যক্রম বাস্তবায়নের কাজ শুরু হয়। আর আগস্টের শুরুতে, প্রায় ১০ হাজার পশুপালককে শানান শহরের গংগার জেলার সেনবুরি পুনর্বাসন সাইটে স্থানান্তরিত করা হয়। ২০১৬ সালে সেনবুরি পুনর্বাসন সাইটের কাজ শুরু হয়েছিল। (ইয়াং/আলিম/হাইমান)