শাংহাই সহযোগিতা সংস্থার বিস্তৃত ও মহান সম্ভাবনা রয়েছে
2022-08-02 11:09:47

অগাস্ট ২: গতকাল (সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, গত শুক্রবার চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাশখন্দে শাংহাই সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি ঐক্য ও সমন্বয় জোরদার করা, আঞ্চলিক নিরাপত্তা সুসংহত করা, টেকসই উন্নয়ন বাড়ানো, বহুপক্ষীয় ব্যবস্থায় অবিচল থাকা এবং সংস্থার উন্নয়ন জোরদার করাসহ পাঁচটি প্রস্তাব দিয়েছেন।

তিনি বলেন, চীন বিশ্বাস করে, শাংহাই সহযোগিতা সংস্থার বিস্তৃত ও মহান সম্ভাবনা রয়েছে। চীন সংস্থার সদস্য দেশের সঙ্গে ‘শাংহাই চেতনা’ লালন করে, আরো ঘনিষ্ঠ অভিন্ন লক্ষ্যের কমিউনিটি নির্মাণ জোরদার করতে চায়।

তিনি আরও বলেন, এবারের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন রাষ্ট্রীয় প্রধানদের শীর্ষসম্মেলনের জন্য বিভিন্ন প্রস্তুতি নেবে।

(প্রেমা/তৌহিদ/রুবি)