জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতির দায়িত্ব নিলো চীন
2022-08-02 15:04:28


অগাস্ট ২: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চলতি মাসের (অগাস্ট) পালাক্রমিক সভাপতি দেশের দায়িত্ব গ্রহণ করেছে চীন। মাসের প্রথম দিন তথা গতকাল (সোমবার) সকালে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন নিরাপত্তা পরিষদের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন। তাতে নিরাপত্তা পরিষদের চলতি মাসের কার্যক্রমের পরিকল্পনা অনুমোদন করা হয়।

 

পরিকল্পনা অনুসারে, অগাস্ট মাসে ইয়েমেন, সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন ও সন্ত্রাসদমন-সহ নানা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। চীনের প্রস্তাব অনুযায়ী, ‘অভিন্ন নিরাপত্তা রক্ষা’ ও ‘আফ্রিকার দেশগুলোর সক্ষমতা জোরদার করা’ নিয়ে দুটি বিশেষ সভা আয়োজন করবে নিরাপত্তা পরিষদ।

 

উল্লেখ্য,  জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য দেশ পালাক্রমে একমাস করে সভাপতির দায়িত্ব পালন করে। এর আগে ২০২১ সালে চীন এ দায়িত্ব পালন করেছিল।

 

(আকাশ/এনাম/রুবি)