কাবুলে চালক-বিহীন বিমান হামলার নিন্দা জানিয়েছে আফগান অন্তর্বর্তী সরকার
2022-08-02 11:08:51

অগাস্ট ২: রয়টার্স জানিয়েছে, গত রোববার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ আফগানিস্তানের রাজধানী কাবুলে চালক-বিহীন বিমান হামলা চালিয়েছে। আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র মার্কিন এই ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন।

সূত্র জানায়, যুক্তরাষ্ট্র আফগানিস্তানে সন্ত্রাসী ‘আল কায়েদা’ গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে সফল অভিযান চালিয়েছে। এতে ওই গোষ্ঠীর নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছে।

এ ছাড়া কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, দশম পুলিশ অঞ্চলে উজির আকবর খান ব্লকে একটি ঘরে রকেট হামলা হয়েছে। তবে এই হামলায় আল কায়েদা গোষ্ঠীর নেতা হত্যার বিষয়টি জড়িত কিনা তা নিশ্চিত নয়।

(প্রেমা/তৌহিদ/রুবি)