মার্কিন ‘চিপ অ্যান্ড সাইন্স অ্যাক্ট’ আন্তর্জাতিক বাণিজ্যের শৃঙ্খলা নষ্ট করবে: চীনা মুখপাত্র
2022-08-01 14:41:18


আগস্ট ১: সম্প্রতি মার্কিন সংসদে ‘চিপ অ্যান্ড সাইন্স অ্যাক্ট’ পাস হয়েছে। এ সম্পর্কে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন এই আইন আন্তর্জাতিক বাণিজ্যের শৃঙ্খলা নষ্ট করবে। 


তিনি বলেন, এর মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজ দেশের চিপ শিল্পকে বড় পরিমাণে ভর্তুকি দেবে এবং তা বৈশ্বিক সেমিকন্ডাক্টর সরবরাহ চেইন ও আন্তর্জাতিক বাণিজ্য শৃঙ্খলাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর প্রতি চীন গভীর নজর রাখছে। 


তিনি বলেন, সংশ্লিষ্ট বিলের উচিত বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি ও উন্মুক্ত, স্বচ্ছ এবং বৈষম্যহীন নীতির সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করা উচিত। চীন এ বিলের উপর নজর রাখবে। প্রয়োজনে চীন তার নিজের বৈধ স্বার্থ রক্ষায় শক্তিশালী পদক্ষেপ নেবে। 


(আকাশ/এনাম/রুবি)